কোটালীপাড়ায় প্রকাশ্যে জামায়াতের প্রথম সমাবেশ

কোটালীপাড়ায় প্রকাশ্যে জামায়াতের প্রথম সমাবেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এর মাধ্যমে এ উপজেলায় প্রথমবারের মতো প্রকাশ্যে সমাবেশ করেছে দলটি। এ সময় সমাবেশে উপজেলার পাঁচ শতাধিক আলেম অংশগ্রহণ করেন।

আজ শনিবার জামায়েত ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদরাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন-এর সভাপতি মাওলানা আ. হামিদ, গোপালগঞ্জ জেলা শাখার আমির প্রফেসর রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

জামায়েত ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজী বলেন, এতোদিন আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে আমাদের সভা-সমাবেশ চালিয়ে যাব।
 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আজ শনিবার বিকেলে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফায় সংলাপে বসলেও এবারও ডাক পায়নি জাতীয় পার্টি। বিকেল ৩টায় হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই সংলাপ শুরু হবে। 

আরো পড়ুন
কোটালীপাড়ায় প্রকাশ্যে জামায়াতের প্রথম সমাবেশ
কোটালীপাড়ায় প্রকাশ্যে জামায়াতের প্রথম সমাবেশ

 
এ সংলাপে আমন্ত্রণ পাওয়া দলগুলো হচ্ছে- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি, লেবার পার্টি।

আমন্ত্রিত দলগুলোর নেতারা জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতেও ইউনূস সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে। 

আরো পড়ুন
নেইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ
নেইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ

 
এর আগে গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বতী সরকারের তৃতীয় দফায় সংলাপ হয়। ওই সংলাপে বসার আগে জুলাই-আগস্টে আন্দোলনে ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে জাতীয় পার্টিকে না ডাকার দাবি জানানো হয়।

ফলে ওই সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। তবে এবারের সংলাপে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন বলে জাপা নেতা জানিয়েছেন। যদিও শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সংলাপে আমন্ত্রণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। 
 
জানতে চাইলে ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আগামী জুনের মধ্যে নির্বাচনের প্রস্তাব দেব প্রধান উপদেষ্টার কাছে। পরবর্তী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আজ শনিবার বিকেলে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফায় সংলাপে বসলেও এবারও ডাক পায়নি জাতীয় পার্টি। বিকেল ৩টায় হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই সংলাপ শুরু হবে। আরো পড়ুন কোটালীপাড়ায় প্রকাশ্যে জামায়াতের প্রথম সমাবেশ কোটালীপাড়ায় প্রকাশ্যে জামায়াতের প্রথম সমাবেশ এ সংলাপে আমন্ত্রণ পাওয়া দলগুলো হচ্ছে- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি, লেবার পার্টি। আমন্ত্রিত দলগুলোর নেতারা জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতেও ইউনূস সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে। আরো পড়ুন নেইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ নেইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ এর আগে গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বতী সরকারের তৃতীয় দফায় সংলাপ হয়। ওই সংলাপে বসার আগে জুলাই-আগস্টে আন্দোলনে ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে জাতীয় পার্টিকে না ডাকার দাবি জানানো হয়। ফলে ওই সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। তবে এবারের সংলাপে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন বলে জাপা নেতা জানিয়েছেন। যদিও শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সংলাপে আমন্ত্রণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। জানতে চাইলে ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আগামী জুনের মধ্যে নির্বাচনের প্রস্তাব দেব প্রধান উপদেষ্টার কাছে।

কমেন্ট