আড়াইমাস পর দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও বাবুল

আড়াইমাস পর দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও বাবুল

দীর্ঘ আড়াইমাস পর দলীয় পদ ফিরে পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

রবিবার (১০ নভেম্বর) তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২১ আগস্ট বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো।


আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ আগস্ট বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় : তারেক রহমান পরবর্তী

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় : তারেক রহমান

কমেন্ট