বেগম রোজী কবিরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বেগম রোজী কবিরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই দুঃখ ও শোক প্রকাশ করেন।


শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘বেগম রোজী কবির একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় একজন জনপ্রিয় নেত্রী হিসেবে তাঁর পরিচিতি ছিল ব্যাপক। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী বেগম রোজী কবির বিএনপির নেতাকর্মীদের কাছে ছিলেন সমাদৃত। সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি দেশ ও দলের কল্যাণে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতেও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। জনকল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মতপ্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

 

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বেগম রোজী কবির রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আজ বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় ইন্তেকাল করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে প্রয়াত রোজী কবির চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহরের প্রখ্যাত আজগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বড় ভাই সাবেক ডেপুটি স্পিকার ও পরিকল্পনামন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদ। ভাইয়ের হাত ধরে রাজনৈতিক যাত্রা শুরু করেন বেগম রোজী কবির।


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে বেগম রোজী কবির থাইল্যান্ড, চীন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদ, বিমস্টেক, সার্কের মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে বেগম রোজী কবির জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে রোজী কবিরের বিচরণ ছিল উল্লেখ করার মতো। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, সাহিক, বিএনএসবি, শিশু অ্যাকাডেমি, মহিলা ক্রীড়া সংস্থা এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল পরবর্তী

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

কমেন্ট