বাংলাদেশে আটক ভারতীয় জেলে এবং ভারতে আটক বাংলাদেশি জেলের বিনিময় ৫ জানুয়ারি
দেশপ্রেমিকরা কখনও দেশ ছেড়ে পালাতে পারেন না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে তারা কখনও দেশ ছেড়ে পালাতে পারেন না। দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক একজন করে ১১ জন বিশিষ্ট নেতাকে বিগত সরকার খুন করেছে। তারা বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করেননি।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে তারা পাচার করেছেন।
বিগত সাড়ে ১৬ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। কিন্তু কিছু মহল এই সম্প্রীতি নষ্ট করতে উস্কানি দেয়। ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তরুণদের প্রশংসা করে তিনি বলেন, অতীতে স্বৈরাচারের পতন ঘটাতে কোমলমতি ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা রেখেছে। তাদের নেতৃত্বেই দেশের ভবিষৎ রচনা সম্ভব।
পথসভায় আরো বক্তব্য দেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যক্ষ মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মো. আনোয়ারুল ইসলাম এবং দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ অন্যান্য নেতারা।
পথসভা শেষে ডা. শফিকুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা খোদা বখসের কবর জিয়ারত করেন এবং পরে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঠাকুরগাঁও কর্মী সম্মেলনে যোগ দিতে রওনা হন।
কমেন্ট