আ.লীগের ১ লাখের বেশি নেতাকর্মী দিল্লি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: উপদেষ্টা মাহফুজ
নির্বাচন বিলম্বিত হলে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে : মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশে অস্থিরতা ও জনগণের মধ্যে ‘তীব্র অসন্তোষ’ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
গত শনিবার ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো—যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া।’
ড. আব্দুল মঈন খান বলেন, ‘সাধারণভাবে, ডিসেম্বরের মধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’
মঈন খান আরো বলেন, ‘বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেবে। এর অর্থ হলো—কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে...সময়ই তা বলে দেবে।’ এ বছর নির্বাচন না হলে পরিণতি সম্পর্কে কোনো জ্যেষ্ঠ বিএনপি নেতার পক্ষ থেকে এটিই প্রথম সতর্কবার্তা।
তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
মঈন খান বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, আগামী এক বছরের মধ্যে কোনো নির্বাচন হলে তাঁর দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ঘোষণার পর লন্ডনে তাঁর স্বেচ্ছা আরোপিত নির্বাসন থেকে ঢাকায় ফিরে আসবেন।
কমেন্ট