১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে বিএনপি, চাইবে নির্বাচনী রোডম্যাপ

১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে বিএনপি, চাইবে নির্বাচনী রোডম্যাপ

নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে বিএনপি। দলের পক্ষ থেকে সময় চাওয়া হলে প্রধান উপদেষ্টা আগামী ১৬ই এপ্রিল তাদের সময় দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ বুধবার একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনর কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সাথে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ চাইবে।

তিনি বলেন, 'নির্বাচন নিয়ে নানামহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট র‍োডম্যাপ চাইব।'

গত সোমবার বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন।

১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো 'নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে' বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

সংস্কার সংস্কারের মতো চলবে। নির্বাচন নির্বাচনের মতো চলবে: মির্জা ফখরুল পরবর্তী

সংস্কার সংস্কারের মতো চলবে। নির্বাচন নির্বাচনের মতো চলবে: মির্জা ফখরুল

কমেন্ট