আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে : সালাহউদ্দিন আহমেদ

আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে : সালাহউদ্দিন আহমেদ

এনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে ছাত্র-জনতা-শ্রমিক-সংস্কৃতিজীবী সব জনগোষ্ঠির অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্ত হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার দাফনহয়েছে দিল্লিতে। আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।’


গতকাল সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনা পার্কের শতায়ু প্রাঙ্গণে (রানী মঞ্চ) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কি ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি?’ এ সময়ে উপস্থিত নেতাকর্মীরা জোরালো কণ্ঠে জবাব দেন ‘না’।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা হাজার দর্শক শ্রোতাদের ‘বাংলা নববর্ষের শুভেচ্ছা, পহেলা বৈশাখের শুভেচ্ছা’ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের এই বৈশাখী শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, পহেলা বৈশাখের শোভাযাত্রা আমাদের এই সংস্কৃতির ঐহিত্যের অংশ, সেটা আমাদের জাগতিক শোভাযাত্রা, আমাদের সংস্কৃতির অংশ। বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা এবং বাঁশি এটি আমাদের সংস্কৃতি।’



সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা পান্তা ভাত খেয়েছি, আমরা ইলিশ মাছ খেয়েছি, আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি, এটিকে কেউ যেন না নিয়ে যায়। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা এ দেশের এই ভূখণ্ডের সংস্কৃতিকে হাজার বছর থেকে লালিত সংস্কৃতিকে লালন করব, পালন করব… এগিয়ে নিয়ে যাব।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘এর মধ্যে দিয়ে যে সমস্ত অপসংস্কৃতি আমাদের ইতিহাস-ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, সেই অপসংস্কৃতিকে ঝেটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। আমরা এভাবে আমাদের এই দেশে সমস্ত ঐতিহ্যকে ধারণ করব, লালন করব। ভিনদেশি অপসংস্কৃতিগুলোকে আপনারা বর্জন করবেন, এটা আমাদের আহ্বান থাকবে।’

ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে তুলবো একটি সুসংগঠিত জাতি : তারেক রহমান পরবর্তী

ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে তুলবো একটি সুসংগঠিত জাতি : তারেক রহমান

কমেন্ট