ক্রোয়েশিয়ার বিপক্ষে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হার

ক্রোয়েশিয়ার বিপক্ষে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হার

রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল ২০১০ বিশ্বকাপের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে দুই দলের দুর্দান্ত লড়াইয়ে জিতেছে লুকা মদ্রিচদের দল। উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগে গ্রুপ-৪-এর ম্যাচে ৩-২ গোল ব্যবধানে স্পেনকে হারিয়েছে ক্রোয়েটরা। শুরু থেকেই দারুণ গতিতে খেলছিল দুই দল। তবে প্রকট হয়ে দেখা দিয়েছিল ফিনিশিংয়ের অভাব। তবে প্রথমেই সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। ইন্টার মিলান ফরোয়ার্ড ইভান পেরিসিচের শট গোলপোস্টের খুব কাছে থাকা অবস্থায় ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এমনকি প্রথমার্ধের শেষ মিনিটে সুযোগ পেয়েছিল স্পেনও। গোলপোস্ট থেকে কিছু দূর থেকে শট নিয়েছিলেন ইস্কো। তবে গোলরক্ষক কালিনিচ ফিরিয়ে দিয়েছেন সেই শট। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই গোলের দেখা পেয়েছে দুই দল। সেটিও আবার কাছাকাছি সময়েই। ৫৬ মিনিটের মাথায় পেরিসিচের হেডকে অসাধারণ এক শটে জালে বল জড়ান স্ট্রাইকার ক্রামারিচ। তবে ঠিক দুই মিনিট পরেই সেটি শোধ করে স্প্যানিশরা। ইস্কোর পাসকে অসাধারণ এক শটে গোলে পরিণত করেন দানি সেবালোস। এমনকি দ্বিতীয় গোলও কাছাকাছি সময়েই পেয়েছে দুই দল। ৬৯ মিনিটের মাথায় দলকে আবারও এগিয়ে দেন লুকা মদ্রিচ। তাঁর বাড়ানো বলকে দুর্দান্ত এক হেডে জালে জড়ান জেদভাজ। ফলে জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন তিনি। ৭৮ মিনিটে আবারও স্পেনকে সমতায় ফেরান রামোস। ডি বক্সের ভেতরে থাকা অবস্থায় ডিফেন্ডার ভারসালকোর হাতে বল লাগায় পেনাল্টি পায় স্পেন। সেটিকেই গোলে পরিণত করেন রামোস। এর পরে অবশ্য খেলায় উত্তেজনা বেড়েছে, গোলের সম্ভাবনাও তৈরি হয়েছে, তবে গোল হয়নি। ফলাফল নির্ধারণী গোলটি এসেছে মূল সময়ের শেষে যোগ করা সময়ে। যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় রেবিচের বদলি খেলোয়াড় জোসিপ ব্রেকালোর শট আটকে দিতে সমর্থ হন ডি গিয়া। তবে ফিরতি শটে ক্যারিয়ারের দ্বিতীয় গোল করে দলকে জিতিয়েছেন রক্ষণভাগ খেলোয়াড় জেদভাজ। এতে ৩-২ গোল ব্যবধানে পিছিয়ে পড়েই ম্যাচ শেষ করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে চার ম্যাচে দুই জয় নিয়ে মোট ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে স্পেন। তিনটি করে ম্যাচ খেলে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ৪। শেষ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন কি মাশরাফি? পূর্ববর্তী

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন কি মাশরাফি?

শেষ টেস্ট ২১৮ রানে জিতে সিরিজ সমতায় বাংলাদেশ পরবর্তী

শেষ টেস্ট ২১৮ রানে জিতে সিরিজ সমতায় বাংলাদেশ

কমেন্ট