নেইমারের গোলে হারল উরুগুয়ে

নেইমারের গোলে হারল উরুগুয়ে

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে নেইমারের ব্রাজিল। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন নেইমার। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় (বাংলাদেশ সময়) লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচ শুরুর পর থেকে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। বিপরীতে বেশিরভাগ সময় রক্ষনাত্মক কৌশলে খেলতে থাকে উরুগুয়ে। ১২ মিনিটে ফিলিপে লুইসের ক্রসে নেইমার গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। এরপরে ২৪ মিনিটে দানিলোর ভুলে ডিবক্সে বল পেয়ে সুয়ারেজ শট নেনে। তবে সুয়ারেজের শটটি ঠেকিয়ে দলকে(ব্রাজিল) বাঁচান গোলরক্ষক এলিসন। প্রথমার্ধের শেষ সময়ে গোলের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। কাভানির কাছ থেকে ডি বক্সের ভেতর এলিসনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। এদিকে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বেশ গোছালো ফুটবল উপহার দিতে থাকে ব্রাজিল। অপরদিকে উরুগুয়ের পক্ষে সুয়ারেজ এদিন একাই একের পর এক আক্রমণ করেন। ৫৫ মিনিটের মাথায় ব্রাজিলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকলেও গোলরক্ষক এলিসনকে পরাস্ত করতে পারেননি। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করার সুযোগ পায় ব্রাজিল। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোকে ডিবক্সের ভেতর ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন লাজাল্ট। আর এই পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন নেইমার। শেষ দিকে উরুগুয়েকে কয়েকটি বিক্ষিপ্ত আক্রমণ করলেও লাভ হয়নি। ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাবারেজের দলকে।
সাকিব ফিরেছেন, এবারও নেই তামিম পূর্ববর্তী

সাকিব ফিরেছেন, এবারও নেই তামিম

২-০ গোলে মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা পরবর্তী

২-০ গোলে মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা

কমেন্ট