কমিউনিটি শিল্ডের ফাইনাল দিয়ে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি

কমিউনিটি শিল্ডের ফাইনাল দিয়ে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি

কমিউনিটি শিল্ডের ফাইনাল দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চকর এ লড়াই মাঠে গড়াবে শনিবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত আটটায়।

রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বিতে কমিউনিটি শিল্ডে সবচেয়ে বেশি বার শিল্ড জেতা ম্যানচেস্টার ইউনাইটেড অপেক্ষায় ২২ তম শিরোপা ঘরে তুলতে। অন্যদিকে গেল মৌসুমে শিল্ডের শিরোপা হাতছাড়া হলেও এবার আর কোনো ভুল করতে নারাজ সিটি।


গেল মৌসুমে আর্সেনালের কাছে হেরেছিল তারা।
১৯০৮ সালে শুরু হওয়া ১০১ টি কমিউনিটি শিল্ড ফাইনালে সবচেয়ে বেশি ২১ বার শিরোপা জিতেছে রেড ডেভিলরা। তবে তাদের সাম্প্রতিককালের পারফরম্যান্স একেবারেই পক্ষ্যেই নেই। গেল মৌসুমে  অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছে তারা।


হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও। অন্যদিকে ২০২৩-২৪ মৌসুমটা ভালোই কেটেছে সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফ এ কাপ জিতে নিজেদের দাপট ধরে রেখেছে তারা। 
ম্যানচেস্টার ডার্বিতে সিটি-ম্যানইউয়ের মুখোমুখি ১৯৩ বারের দেখায় জয়ের পাল্লা ভারী ম্যানচেস্টার ইউনাইটেডের।


৭৯ জয় নিয়ে এখানে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে রেড ডেভিলস। আছে গত মৌসুমে এফএ কাপের সিটিকে হারানোর প্রেরণাও। তবে জয়ের লক্ষে বদ্ধপরিকর সিটিও।      

রেকর্ড গড়ে ইথিওপিয়াকে সোনা এনে দিলেন তামিরাত তোলা পরবর্তী

রেকর্ড গড়ে ইথিওপিয়াকে সোনা এনে দিলেন তামিরাত তোলা

কমেন্ট