পুরান ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

পুরান ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের দেওয়া ১৭৫ রানের টার্গেট নিকোলাস পুরানের ২৬ বলে অপরাজিত ৬৫ রানের বিধ্বংসী ইনিংসে ১৩ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় ক্যারিবীয়রা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে গতকাল রাতে বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় এক ঘন্টা দেরিতে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার।


 ৮ ওভারে ৪২ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। তবে ষষ্ঠ উইকেটে ঘুরে দাঁড়ায় সফরকারী দল। প্যাট্রিক ক্রুগার এবং ট্রিস্টান স্টাবস ৫০ বলে ৭১ রানের জুটি গড়েন।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৪ রান তুলেছিল প্রোটিয়ারা। নিকোলাস পুরানের ২৬ বলে অপরাজিত ৬৫ রানের বিধ্বংসী ইনিংসে ১৩ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ব্রায়ান লারা একাডেমিতে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ৩২ বলে ৪৪ রান করা ক্রুগার ১৭তম ওভারের প্রথম বলে আউট হওয়ার পর সপ্তম উইকেটে বিওর্ন ফর্চুইনকে নিয়ে ২৫ বলে ৬০ রানের জুটি গড়েন স্টাবস।

৩ ছক্কা ও ৮ চারে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। ২৭ রানে ৩ উইকেট নেন ম্যাথু ফোর্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৮ ওভারে ৮৪ রান তুলে আউট হন অ্যালিক আথানেজ। ৩০ বলে ৪০ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে হোপ ও পুরানের ৩৩ বলে ৫৪ রানের জুটিতে প্রোটিয়ারা ছিটকে পড়ে ম্যাচ থেকে।

 

খুব কাছাকাছি গিয়েও ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের পরবর্তী

খুব কাছাকাছি গিয়েও ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের

কমেন্ট