মেসির মাঠে ফেরার ইঙ্গিত দিলেন মায়ামি কোচ

মেসির মাঠে ফেরার ইঙ্গিত দিলেন মায়ামি কোচ

কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। এর পর থেকে একটা কথা, কবে ফিরবেন মেসি। অবশেষে মেসির ফেরার খবর জানালেন তার ক্লাব কোচ জেরার্ডো মার্টিনো।


সর্বশেষ গত শুক্রবার মায়ামি কোচ মার্টিনো তার ফেরার খবর জানালেও, তিনি নিশ্চিত করে কোনো দিন তারিখ বলতে পারেননি। তবে তার ফেরার সময়টি খুব নিকটে বলে জানিয়েছেন তিনি। কোচ আরও বলেছেন, মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরবেন মেসি।

মেসির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মার্টিনো বলেন, ‘সে দলের অনুশীলনে অংশ নিচ্ছে না।


তবে ফিটনেস কোচের সাথে কাজ করছে। সে ভালই উন্নতি করছে। সে আর্জেন্টিনা দলের সাথে নেই  কারণ সে এখনো প্রস্তুত নয়। তবে আমরা তার সেরে ওঠা দেখতে পাচ্ছি।


‘মেসির ফেরার ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বলতে পারছি না। আমাদের দেখতে হবে সে অনুশীলনে যোগ দেওয়ার পরকেমন অনুভব করছেন। তবে মেসি এমএলএস প্লেঅফ শুরুর আগে মাঠে ফিরবেন।’ যোগ করেন মার্টিনো।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মায়ামি।


এই মৌসুমে সব মিলিয়ে আর ৯টি ম্যাচ বাকি আছে তাদের।

পুরান ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা পরবর্তী

পুরান ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

কমেন্ট