সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হয়েছে
প্রাইজমানির টাকা বন্যার্তদের দিলেন মুশফিক
ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি না পাওয়ার দুঃখটা নিশ্চিতভাবেই হয়তো আর পোড়াবে না মুশফিকুর রহিমকে। কারণ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় তার আক্ষেপ ভুলে যেতে সহায়তা করবে।
পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে প্রথম জয় বলে কথা। প্রথম কোনো দলের বিপক্ষে ১০ উইকেটের জয়ে ১৯১ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন মুশফিক।
যার স্বীকৃতি স্বরূপ পরে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। তবে পুরস্কার জয়ের প্রাইজমানি নিজের কাছে রাখছেন না তিনি। তা দিয়ে দিয়েছেন বন্যার্তদের সহায়তা।
ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় এই ঘোষণা দেন মুশফিক।
তিনি বলেছেন,‘ভালো খেলতে আমার দেশ আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি ঘোষণা করছি, বাংলাদেশের বন্যার্ত মানুষদের সহায়তায় আমার প্রাইজমানির পুরো অর্থ দিয়ে দিচ্ছি।’ এবারের বন্যায় বাংলাদেশের ১১ টি জেলার প্রায় ১০ লাখের মতো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ডাবল সেঞ্চুরি না পেলেও রাওয়ালপিন্ডির ১৯১ রানের ইনিংসকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বলে জানিয়েছেন মুশফিক।
তিনি বলেছেন,‘আমার ক্যারিয়ারের অন্যতম এক ইনিংস। কারণ প্রতিপক্ষের মাঠে আমরা কখনো ভালো করতে পারিনি। ভালো কিছু করে দেশে ফিরতে পাকিস্তানে সব খেলোয়াড় সেভাবে প্রস্তুতি নিয়েছিল।’
কমেন্ট