বৈষম্যের অভিযোগ তুলে সরে দাঁড়ালেন পাকিস্তানি ক্রিকেটার

বৈষম্যের অভিযোগ তুলে সরে দাঁড়ালেন পাকিস্তানি ক্রিকেটার

বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ। দেশটিতে যুব ক্রিকেটাররা বঞ্চনা, দ্বিচারিতা, মিথ্যা প্রতিশ্রুতির শিকার বলে অভিযোগ করেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করে আসন্ন চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। খবর সামা টিভির।

সেপ্টেম্বরে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স কাপে তিনটি আলাদা প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সেই প্রতিযোগিতার। দেশের ১৫০জন ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার কথা। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সেতুবন্ধনে এই প্রতিযোগিতা কাজে লাগবে বলে আশায় রয়েছে পিসিবি।

জয় শাহর জায়গা নেবেন পাকিস্তানের মহসিন নাকভি

তবে ঠিক এ সময়েই পিসিবিকে কাঠগড়ায় তুলেছেন আহমেদ শেহজাদ। টুর্নামেন্ট থেকে নিজের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন্স কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবির যুব ক্রিকেটারদের বঞ্চনা, দ্বিচারিতা, মিথ্যা প্রতিশ্রুতি এবং স্বজনপ্রীতি মেনে নেওয়া যায় না’।

আহমেদ শেহজাদ আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের যারা এতটা অবনমন করেছে, সেই ক্রিকেটারদের পিসিবি পুরস্কৃত করছে’।

facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing button

মিরাজ ও তাসকিন আহমেদের বোলিং তোপে চাপে পাকিস্তান পরবর্তী

মিরাজ ও তাসকিন আহমেদের বোলিং তোপে চাপে পাকিস্তান

কমেন্ট