বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজমানি পাবে নারীরা

বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজমানি পাবে নারীরা

নারীদের ক্রিকেট এগিয়ে নিতে যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষদের সমান প্রাইজমানি পাবে নারী ক্রিকেটাররাও।


গত বছর জুলাইয়ে আইসিসির কনফারেন্সে সিদ্ধান্ত হয়, ছেলেদের সমান প্রাইজমানি পাবে নারীরা। সেই সিদ্ধান্ত এবার বাস্তবে রূপ পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপে আগের আসর থেকে দ্বিগুণের বেশি প্রাইজমানি পাবেন নারীরা।

আজ মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাদের বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ছেলে ও মেয়েদের টুর্নামেন্টে একই অর্থপুরস্কার দেওয়া হচ্ছে।

নতুন নীতি অনুসারে, নারী বিশ্বকাপ জয়ী দল পাবে ২৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিশ্বকাপের রানার্সআপরা পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। গতবার যার পরিমাণ ছিল মাত্র ৫ লাখ ডলার। সর্বমোট প্রাইজমানি থাকছে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার।

Advertisement

সেই অনুযায়ী, সেমিফাইনালে হেরে যাওযা দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে। সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়া ছয় দল তাদের শেষ অবস্থান অনুযায়ী ১৩ লাখ ৫০ হাজার ডলার ভাগাভাগি করে নেবে।

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ পরবর্তী

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

কমেন্ট