বৃষ্টি না থামায় কানপুর টেস্টে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টি না থামায় কানপুর টেস্টে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টি না থামায় কানপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সকাল থেকে বৃষ্টির কারণে খেলা শুরু হতে পারেনি। ফলে হতে পারল না এক বলও। 

বাংলাদেশ সময় দুপুর আড়াইটা নাগাদ খেলাটি আজকের মতো পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।


রাতভর বৃষ্টির পর সকালে ছিল একই পরিস্থিতি। দুপুরে বৃষ্টি থামলেও আকাশ ছিলো ঘন কালো। মাঠ প্রস্তুত করে খেলা শুরুর অবস্থা করা যায়নি। পরে আরেক দফা হালকা বৃষ্টি নামলে পরিত্যক্ত হয়ে যায় দিনের খেলা।


প্রথম দিনেও বৃষ্টির কারণে মাত্র ৩৫ ওভার খেলা হতে পেরেছে। টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১০৭।
 

 

ডেটিং অ্যাপে হৃতিক-আদিত্য, গোপন তথ্য জানালেন উর্বশী পরবর্তী

ডেটিং অ্যাপে হৃতিক-আদিত্য, গোপন তথ্য জানালেন উর্বশী

কমেন্ট