বাংলাদেশ-আফগানিস্তানের স্থগিত সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-আফগানিস্তানের স্থগিত সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-আফগানিস্তানের স্থগিত হওয়া সিরিজের নতুন সূচি জানা গেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী নভেম্বরে হবে এমনটা নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

নিজেদের সামাজিক মাধ্যম এক্সে নতুন সূচির বিষয়টি জানিয়েছে এসিবি। ওয়ানডে সিরিজটি আগামী ৬ নভেম্বর শুরু হবে।


বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১১ নভেম্বর। সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে কোন মাঠে হবে তা এখনো ঠিক করেনি আয়োজক আফগানিস্তান।
এর আগে গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের।


২ টেস্ট এবং সমান ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে। তবে দুই বোর্ডের সম্মতিতে পরে ভারতের গ্রেটার নয়ডায় হওয়া কথা থাকা সিরিজটি স্থগিত করা হয়। তারই অংশ হিসেবে এবার সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজটি হবে নভেম্বরে।
আগামী নভেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ।

সেই সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে রশিদ খান-রহমানউল্লাহ গুরবাজদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজটি খেলবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। ক্যারিবিয়ান সফরে ২ টেস্ট এবং সমান ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট দিয়ে দ্বিপক্ষীয় সিরিজটি শুরু হবে ২২ নভেম্বর। আর ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ পরবর্তী

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ

কমেন্ট