১২ বছর পর শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে ব্রাজিলকে

১২ বছর পর শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে ব্রাজিলকে

ফুটসাল বিশ্বকাপে শেষবার ব্রাজিল শিরোপা জিতেছিল ২০১২ সালে। তবে ১২ বছর পর আবারও শিরোপার হাতছানি দিচ্ছে সর্বোচ্চ পাঁচবারের বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ফাইনালে যাওয়ার পথে  ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।

বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে সেমি ফাইনালে ১৮ মিনিটে পিছিয়ে পড়ার পর ব্রাজিল প্রথম সমতায় ফেরে আত্মঘাতী গোলে।


ম্যাচে  ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো। ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি। শেষমেশ ইউক্রেনের করা আত্মঘাতী গোলটিই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছে।
ফুটসাল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।


তবে ২০১২ সালের পর আর শিরোপা শিরোপার দেখা পায়নি দেশটি। ৬ অক্টোবর ফাইনালে ফ্রান্স বা আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনালে জয়ী দলের মুখোমুখি হবে ব্রাজিল।
 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার পরবর্তী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার

কমেন্ট