টিউলিপ লন্ডনে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন : রিজভী
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ভারত-বাংলাদেশ। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
এর আগে পাকিস্তানের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। পাকিস্তান সফর থেকে দেশে ফিরেই ভারতে যায় টাইগাররা। কিন্তু ভারত সফরে গিয়ে খেই হারিয়ে ফেলে।
ভারত সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।
আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
সিরিজের পরের দুই ম্যাচে আগামী ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।
ভারত: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আরশদীপ সিং।
বাংলাদেশ: লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
কমেন্ট