ইংল্যান্ডের জার্সিতে অনন্য উচ্চতায় রুট

ইংল্যান্ডের জার্সিতে অনন্য উচ্চতায় রুট

ইংল্যান্ডের হয়ে টেস্ট সেঞ্চুরিতে অ্যালিস্টার কুককে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন জো রুট। এবার রানেও স্বদেশী কিংবদন্তিকে টপকে গেছেন এই ব্যাটার। এখন ইংল্যান্ডের সর্বকালের সেরা রান সংগ্রাহক তিনি।

পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে এ কীর্তি গড়েন তিনি।


টেস্টে কুকের করা ১৬১ টেস্টে ২৯১ ইনিংসে ১২৪৭২ রান ছড়িয়ে যান তিনি। এই রান টপকাতে তার লেগেছে ১৪৬ ম্যাচ। টেস্টে কুকের সেঞ্চুরি ৩৩। রুটের ৩৫ সেঞ্চুরি।
 
টেস্টে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায়ও শীর্ষ পাঁচে উঠে এসেছে রুট। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে ভারতীয় ব্যাটার শচীন টেন্ডুলকারের নাম। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের রান ১৩ হাজার ৩৭৮। তিন ও চার নাম্বারে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড়।


তার পরের অবস্থানটি রুটের। 
মুলতান টেস্টেও সেঞ্চুরি করেছেন রুট। তার সেঞ্চুরিতে পাকিস্তানকে শক্ত জবাব দিচ্ছে ইংল্যান্ড। পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে এরইমধ্যে দলীয় সংগ্রহ ৩২০ পার করেছে ইংল্যান্ড। খচর করেছে মোটে ৩ উইকেট।


উইকেটে থাকা জো রুট ১০০ রান ও হ্যারি ব্রুক ৫২ রানে ব্যাট করছেন।

ভারত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলে বদলে যেতে পারে ভেন্যু পরবর্তী

ভারত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলে বদলে যেতে পারে ভেন্যু

কমেন্ট