ড্রাফটে ৭ কোটি টাকা করে খরচ করতে পারবে বিপিএলের দলগুলো

ড্রাফটে ৭ কোটি টাকা করে খরচ করতে পারবে বিপিএলের দলগুলো

ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে জটিলতা ছিল, সেটি ড্রাফটের আগে কেটে গেছে। আগের দেনার প্রথম কিস্তির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি টাকার চেক জমা দিয়েছে চিটাগাং কিংস। অর্থাৎ ১৪ অক্টোবর ড্রাফটের টেবিলে বসতে বাধা রইল না তাদের। 

এবারের ড্রাফটের জন্য ‘টিটিপার্স’ বা ব্যয়সীমা ঠিক করে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং বডি।


স্থানীয় খেলোয়াড়দের জন্য চার কোটি টাকা এবং বিদেশি খেলোয়াড়দের জন্য আড়াই লাখ ডলার (তিন কোটি টাকা) খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এর বাইরেও সরাসরি চুক্তির জন্য বাড়তি অর্থ ব্যয় করতে পারবে দলগুলো।
আজ আগের আসরে খেলা স্থানীয় খেলোয়াড়দের ধরে রাখা (রিটেইন) এবং সরাসরি চুক্তির তালিকা জমা পড়েছে বিসিবিতে। নিয়ম অনুযায়ী পুরনো দলগুলো দুজন স্থানীয় খেলোয়াড় ধরে রেখেছে এবং একজনের সঙ্গে সরাসরি চুক্তি করেছে।


নতুন আসা তিন ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দুজন স্থানীয় খেলোয়াড়কে দলে নিতে পেরেছে। ড্রাফট ও ড্রাফটের বাইরে মিলিয়ে ১০ থেকে ১৪ জন স্থানীয় খেলোয়াড় রাখতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। বিদেশিদের ক্ষেত্রে নিয়ম রাখেনি বিসিবি।

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগার একাদশে পরবর্তী

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগার একাদশে

কমেন্ট