ঘরের মাঠে লজ্জার রেকর্ড গড়ল ভারত, ৪৬ রানে অলআউট

ঘরের মাঠে লজ্জার রেকর্ড গড়ল ভারত, ৪৬ রানে অলআউট

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানেই অলআউট হয়েছে ভারত। এমন বাজে দিনে ভারতের সঙ্গী হয়েছে লজ্জার রেকর্ড। ঘরের মাঠে এটিই এখন টেস্টে ভারতের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড।

 

বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বৃহস্পতিবার ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ধস নামে ভারতের ব্যাটিং লাইন আপে। ম্যাট হ্যানরি ও উইলিয়াম ও’রোর্ক গতির ঝড় তুলেন। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার। পাঁচ ব্যাটার রানের খাতায় খুলতে পারেননি। দুই অংকের দেখা পেয়েছেন কেবল যশস্বী জয়সওয়াল ও ঋশভ পান্ত। ভারতের ইনিংস থেমেছে ৪৬ রানে। মাত্র ৩১.১ ওভার ব্যাট করতে পেরেছে ভারত।

নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোরে অলআউটের লজ্জায় পড়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে। 

ঘরের মাঠে এটিই ভারতের টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস। সেইসঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষেও এটিই সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির। তবে সামগ্রিকভাবে এটি ৩য় সর্বনিম্ন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে ৩৬ আর ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল ৪২ রান।


শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ভারতের প্রথম ইনিংসে করা রান টপকে গেছে নিউজিল্যান্ড। 

সাকিবের দেশে না ফেরা নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা পরবর্তী

সাকিবের দেশে না ফেরা নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

কমেন্ট