ইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ
চোটের কারণে গত এক বছর ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। কবে ফিরবেন সেটা নিয়ে নেইমার ভক্তরা অপেক্ষায় আছেন।
এবার পাওয়া গেল সুখবর। অবশেষে মাঠে ফিরছেন তিনি। তার ফেরার সুখবর দিলেন আল হিলালের কোচ হোর্হে জেসুস।
নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, আগামী সোমবার ব্রাজিল ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাবনা আছে।
সেদিন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল।
তবে সেই ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি আল হিলাল কোচ। শুধু জানিয়েছেন, নেইমার পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দুই দিন সবকিছু ঠিক থাকলে দলের পরের ম্যাচে তাকে সংযুক্ত করা হবে।
সৌদি প্রো লিগে নেইমারকে এখনো নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য তাকে নিবন্ধিত করতে পেরেছে সৌদি ক্লাবটি।
চোট কাটিয়ে গত মাসে আল হিলালের অনুশীলনে ফেরেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, বাছাইপর্বের আগামী দুটি ম্যাচে নেইমারকে ফেরানোর পরিকল্পনা আছে ব্রাজিল টিম ম্যানেজমেন্টের। তার আগে ক্লাবের হয়ে মাঠে ফিরতে পারেন তিনি।
কমেন্ট