আবার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন মুশতাক

আবার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন মুশতাক

পাকিস্তান সিরিজের পর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না মুশতাক আহমেদ। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিন বোলিং কোচ।

জানা গেছে, গতকাল রাতে বাংলাদেশে এসেছেন মুশতাক আহমেদ। এসেই বাংলাদেশ দলের অনুশীলনে যুক্ত হয়েছেন আজ।

সকাল থেকে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাঁকে।

 
বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গেও বেশ কিছু সময় কাটিয়েছেন মুশতাক আহমেদ। হয়তো আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের রণকৌশল নিয়েই দুজনের আলোচনা। 

 

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট অবশ্য আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সুবিধা নেওয়ার আভাস দিয়ে রেখেছে।

যদি তা-ই হয় মিরপুর টেস্টে স্পিন দিয়েই প্রোটিয়াদের কাবু করতে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে স্পিন বোলিং কোচ হিসেবে বড় ভূমিকাই থাকবে মুশতাক আহমেদের। সাকিব আল হাসান না থাকায় অবশ্য একাদশ নিয়ে একটু ভাবনা থাকছে। এই অলরাউন্ডার থাকলে তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর কাজটা সহজ হয়।

 
তবে বিকল্প ভাবনাও তৈরি আছে বাংলাদেশ দলের। মিরপুর টেস্টে মিরাজ আর তাইজুলের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে একাদশে দেখা যেতে পারে অফ স্পিনার নাঈম হাসানকে। গত দুই সিরিজে দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ মেলেনি নাঈমের

ইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ
পরবর্তী

ইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ

কমেন্ট