ভারতকে পাকিস্তানে আনতে অভিনব প্রস্তাব পিসিবির

ভারতকে  পাকিস্তানে আনতে অভিনব প্রস্তাব পিসিবির

আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। আসরটি সামনে রেখে যখন প্রস্তুত হচ্ছে পিসিবি; তখন তাদের দুশ্চিন্তার কারণ ভারত। কেননা, এখনও পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের কোনো নিশ্চয়তা দেয়নি দেশটি। বিপরীতে নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে চায় তারা। তবে এটি কোনোভাবেই হতে দিতে চায় না পাকিস্তান। যে জন্য ভারতকে এবার অভিনব প্রস্তাব দিয়েছে পিসিবি।

এমনিতেও পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে ভারতকে। তিনটি ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ রাখা হলেও ভারতের ম্যাচগুলো রাখা হয়েছে লাহোরে। যা ভারত সীমান্ত থেকে খুব কাছেই অবস্থান। এছাড়াও ভারত ফাইনালে উঠতে পারে এমনটি মাথায় রেখে লাহোরেই রাখা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। তবুও নিশ্চিত নয় ভারতের অংশগ্রহণ।

এই অবস্থায় ভারতকে আরও বাড়তি সুবিধা দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। পিসিবি সূত্রে জানা গেছে, ম্যাচের আগে ও পরে যাবে ভারত তাদের দেশেই থাকতে পারে সেই প্রস্তাবও রাখা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ভারত যদি নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পাকিস্তানে থাকতে না চায়, এক্ষেত্রেই মূলত তাদের নিজ দেশ থেকে ভ্রমণ করে খেলতে যাওয়ার পথ খোলা রাখতে চায় পিসিবি। এক্ষেত্রে দিল্লি অথবা চণ্ডীগড়ে ক্যাম্প করতে পারে ভারত। সেখান থেকে সহজে চার্টার্ড ফ্লাইটে করে লাহোরে গিয়ে খেলতে পারবে রোহিত-কোহলিরা।

তবে এই প্রস্তাব বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে দেয়নি পিসিবি। মৌখিকভাবে বিসিসিআইকে পরামর্শ দিয়েছে যেন ভারতীয় দলের ক্যাম্প দিল্লি কিংবা চণ্ডীগড়/মোহালিতে করার। এখন ভারত এই প্রস্তাবে রাজি থাকলে পরবর্তীতে এটি আনুষ্ঠানিকভাবে জানাবে পিসিবি। এ ব্যাপারে সূত্র জানিয়েছে, ‘ভারত যাতে পাকিস্তানে গিয়ে খেলতে পারে সেটি নিশ্চিত করতে দুই দেশের উর্ধ্বতনদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

ভারত অবশ্য নিজেদের অবস্থান বদলায়নি এখনও। তাদের চাওয়া সবশেষ এশিয়া কাপের মতো, চ্যাম্পিয়নস ট্রফিও হোক হাইব্রিড মডেলে। যাতে করে তারা তাদের ম্যাচগুলো খেলতে পারে পাকিস্তানের বাইরে। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে খেলার পক্ষে ভারত।

আবার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন মুশতাক পরবর্তী

আবার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন মুশতাক

কমেন্ট