বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানে বাজে পিচের দায় বাবরের কাঁধে চাপালেন রমিজ
৪৪ মাস পর ঘরের মাঠে টেস্ট জয় পেয়েছে পাকিস্তান। যেই জয়টি এসেছে ১১ টেস্ট পর। ইংল্যান্ডকে দলটি হারিয়েছে ১৫২ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ফিরেছে সমতা। তবে তাতে পাকিস্তানের বাজে সময় দূর হয়ে যায়নি। এখনও নিজেদের উইকেট চিনতে ভুল করে পাকিস্তান। যা নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক বোর্ডপ্রধান রমিজ রাজা। বাজে উইকেটের দায় তিনি চাপিয়েছেন তারকা ব্যাটার বাবর আজমের কাঁধে।
বোর্ডপ্রধান হিসেবে নিজের সময়ের কথা জানিয়ে সাবেক এই পিসিবিপ্রধান বলেন, ‘আমি সত্যিই পিচ প্রস্তুতির কর্তা ছিলাম না। আমি কেবল বাবরের কথাই শুনছিলাম। তিনি যখন আমার রুমে আসতেন, আমি তাকে জিজ্ঞাসা করতাম অস্ট্রেলিয়াকে হারাতে তার পরিকল্পনা কী। কৌশল নিয়ে যদিও আমি মাঝে মাঝে প্রশ্ন করতাম। তবে দিনশেষে তিনিই ছিলেন অধিনায়ক।’
রমিজ রাজা আরও বলেন, ‘আপনি যখন পিচের প্রকৃতি জানেন না তখন এটি অনুমান নির্ভর খেলা হয়ে যায়। পিচটি আপনার নির্দেশনা অনুযায়ী আচরণ না করলে; আপনি সত্যিই আক্রমণের পরিকল্পনা করতে পারবেন না। আর এটাই বড় কারণ। ঘরের মাঠে পাকিস্তানের পরাজয়ের একটা বড় কারণ। আপনি পারফর্ম করার জন্য যে ধরনের প্রতিভা বাছাই করেছেন, পিচগুলি সেভাবে সাড়া দেয়নি।’
সাদা বল ও লাল বলে বাবরের পার্থক্য নিয়েও কথা বলেছেন রমিজ। বলেন, ‘আংশিকভাবে, আমি তাকে রেটিং দিয়েছি। সে সাদা বলের ক্রিকেটে ভালো করেছে, কিন্তু টেস্টে তেমনটা নয়। সে যেভাবে মাঠ সাজিয়েছে এবং সবকিছু পরিচালনা করেছে তাতে আমি মাঝে মাঝে হতাশ হয়ে পড়েছিলাম।’
কমেন্ট