অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হলে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: প্রধান উপদেষ্টা
ভেরেইনার সেঞ্চুরিতে ২০২ রানের লিড দক্ষিণ আফ্রিকার
তাইজুল ইসলামের চাওয়া ছিল যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ম্যাচে ফেরা। তবে বাঁহাতি স্পিনারের সেই চাওয়াকে অপেক্ষাকৃত দীর্ঘ করেন গতদিনের দুই অপরাজিত ব্যাটার কাইল ভেরেইনা ও উইয়ান মুল্ডার। বিশেষ করে সেঞ্চুরিয়ান ভেরেইনা।
ভেরেইনার ব্যাটে যে আজ দিশেহারা হয়ে পড়েছিল বাংলাদেশি বোলাররা।
টেস্টের নিয়ন্ত্রণ নিতে চাওয়া বাংলাদেশকে কোনো সুযোগই দিচ্ছিলেন না। একপ্রান্ত আগলে রেখে দলকে বড় লিড এনে দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা যেখানে কমপক্ষে ১০০ রানের লিড হলেও ভালো বলে জানিয়েছিল সেখানে ২০২ রানের লিড এনে দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। দলকে দুই শর উপরে লিড এনে দেওয়ার পথে খেলেছেন ১১৪ রানের দুর্দান্ত ইনিংস।
ভেরেইনার সেঞ্চুরিতেই পরে ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। আজ সকাল থেকেই উইকেটের খোঁজে হন্য ছিলেন বাংলাদেশি বোলাররা। শেষ পর্যন্ত অপেক্ষাটা শেষ হয় হাসান মাহমুদের জোড়া আঘাতে। ইনিংসের ৬৫তম ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়ে ভেরেইনা ও মুল্ডারের সম্পর্ক আলাদা করেন।
তবে আলাদা হওয়ার আগে একটা রেকর্ড গড়েছেন দুজনে।
সেঞ্চুরিয়ান ভেরেইনাকে আউট করার পর সতীর্থদের সঙ্গে উদযাপন মিরাজের। ছবি: কালের কণ্ঠ
বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়েছেন ভেরেইনা ও মুল্ডার। মুল্ডারকে আউট করে দুজনের রেকর্ড ১১৯ রানের জুটিটি ভেঙেছেন হাসান। আগের সর্বোচ্চ জুটিতেও মুল্ডারের নাম ছিল।
২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজের সঙ্গে ৮০ রানের জুটি গড়েছিলেন তিনি।
মুল্ডারের ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির ইনিংসটি ৫৪ রানের। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারকে আউট করার পরের বলেই মহারাজকে আউট করে হ্যাটট্রিকে সম্ভাবনা জাগান হাসান। তবে ফিরতি ওভারে তা আর হয়নি। তবে জোড়া আঘাতের পরও নিজের লক্ষ্যে ঠিকই অবিচল ছিলেন ভেরেইনা। ৯ম উইকেটে ড্যান পিটের সঙ্গ ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশের হতাশা আরও বাড়িয়ে দেন তিনি। পিট ৩২ রানে আউট হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ভেরেইনা।
তিন অঙ্ক স্পর্শ করার পর উদযাপনটাও দেখার মতো করলেন ভেরেইনা। ব্যাট সামনে রেখে বুকে হাত দিয়ে মাথা নিচু করে অভিবাদন জানালেন তিনি। যেন ব্যাটকে বোঝাতে চাইলেন তোমারই দান এই সেঞ্চুরি! ১০০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ২ ছক্কায়। দক্ষিণ আফ্রিকার আজকের ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন হাসান ও মেহেদী হাসান মিরাজ।
কমেন্ট