প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি
জোড়া ধাক্কায় দ্বিতীয় ইনিংস শুরু বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ঠিক উল্টো বাংলাদেশি ব্যাটাররা। প্রতিপক্ষের উইকেটে নিতে যখন বাংলাদেশি বোলারদের ঘাম ছুটে তখন ড্রেসিংরুমে ফিরতেই পছন্দ করছেন বাংলাদেশি ব্যাটাররা। তা না হলে দলের এমন কঠিন পরিস্থিতেও আউট হন কীভাবে।
দক্ষিণ আফ্রিকার ২০২ রানের লিড পাওয়া এমনটিতে মিরপুর টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে ব্যাটারদের কাছে দ্বিতীয় ইনিংসে দারুণ কিছু আশা করে বাংলাদেশ। কিন্তু প্রথম ইনিংসের মতো যেন ব্যাটিং ধসে পড়ার উপক্রম। ইনিংস শুরু হতে না হতেই বাংলাদেশের দুই উইকেট নেই।
স্কোরবোর্ডে ৪ রান যোগ করতেই ২ হারিয়ে বসেছে বাংলাদেশ।
ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশকে জোড়া ধাক্কা দিয়েছেন কাগিসো রাবাদা। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম ও চতুর্থ বলে সাদমান ইসলাম ও মমিনুলকে আউট করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার। সাদমান ১ রান করলেও রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন মমিনুল। শুরুর ধাক্কা সামলানোর দায়িত্ব এখন মাহমুদুল হাসান জয়-নাজমুল হোসেন শান্তর কাঁধে।
দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৯ রান। জয়ের ১১ রানের বিপরীতে ৫ রানে ব্যাটিংয়ে আছেন অধিনায়ক শান্ত। এখনো ১৮৩ রানে পিছিয়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা কাইল ভেরেইনার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে করেছ ৩০৮ রান। অন্যদিকে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে মাত্র ১০৬ রান।
কমেন্ট