যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে: পররাষ্ট্র উপদেষ্টা
বায়ার্নকে বিধ্বস্ত করে রাফিনিয়া বললেন প্রতিশোধ
বায়ার্ন মিউনিখ ‘ভূত’ পিছু ছাড়ছিল না বার্সেলোনার। গতকালের আগে টানা ৬ ম্যাচ জার্মান ক্লাবের কাছে হেরেছিল বার্সা। এর মধ্যে ৮-২ গোলের সেই হার তো কাঁটা হয়ে বিঁধছিলই কাতালান ক্লাবকে।
গতকাল রাতে সেই কাঁটা উপড়ে ফেলেছে বার্সা।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৪-১ গোলে উড়িয়ে। বায়ার্নকে বিধ্বস্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুরুতে অধিনায়কত্ব করা রাফিনিয়া। হ্যাটট্রিক করে প্রতিশোধ এনে দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচ শেষে প্রতিশোধ শব্দটিই ব্যবহার করেছেন তিনিও।
ম্যাচ শেষে মুভিস্টারকে রাফিনিয়া বলেছেন, ‘সমর্থকদের জন্য আমি মনে করি এটা প্রতিশোধের ছিল। বার্সার একজন সমর্থক হিসেবে সেই ম্যাচগুলোতে (হার) আমিও ভুগেছি।’
বায়ার্নের কাছে হারা কতটা কষ্টের তা জানা ছিল রাফিনিয়ার। দুইবার মাঠে থেকেই জার্মান ক্লাবের উল্লাস দেখেছেন তিনি।
গতকাল তাই এমন দৃশ্যের পুনরাবৃত্তি যেন না হয় সেই পণ নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। তা না হলে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেন কীভাবে? অবিশ্বাস্য পারফরম্যান্সে নিজের বিশেষ এক মুহূর্ত উদযাপন করেছেন তিনি। গতকাল বার্সার হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। এমন বিশেষ ম্যাচ হ্যাটট্রিক দিয়ে রাঙিয়েছেন তিনি। ম্যাচ শেষে পরে তাকে ১০০ লেখা একটি জার্সি দেয় বার্সা।
কমেন্ট