শান মাসুদকে ব্যঙ্গাত্মক প্রশ্ন করে শাস্তির মুখে রমিজ রাজা

শান মাসুদকে ব্যঙ্গাত্মক প্রশ্ন করে শাস্তির মুখে রমিজ রাজা

বিতর্কিত প্রশ্নের জন্য পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার বিরুদ্ধে সম্ভবত ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ধারাভাষ্যকার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর  অধিনায়ক শান মাসুদকে একটি বিতর্কিত প্রশ্ন করে বসেন। সেই প্রশ্নের ধরন নিয়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি।

 
রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের (২-১ ব্যবধানে) পর রমিজ রাজা   তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মকভাবে টেস্ট অধিনায়ক শান মাসুদকে তার আগের ছয়টি টানা পরাজয়ের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন।


ম্যাচ-পরবর্তী সাক্ষাত্কারে টানা ছয় হারের প্রসঙ্গ টেনে রমিজ জানতে চান, টানা ৬টি ম্যাচ হার, এমন অর্জন কীভাবে করলে?’

 
অপ্রত্যাশিত প্রশ্নের পরও উত্তরে শান্ত ছিলেন শান মাসুদ। বলেছেন: "রমিজ ভাই, আমাদের এই জয়টা দরকার ছিল, জাতির এই জয়টা দরকার ছিল, এবং আমি সত্যিই খুশি যে পাকিস্তান জিতেছে।"

সংগৃহিত

এরপরই শান মাসুদকে থামিয়ে রমিজ বলেন, ‘এই খারাপ সময়ে তোমার পাশে কে ছিল?’ উত্তরে শান মাসুদ বলেন, ‘অনেক মানুষ। পরিবার তো আছেই, ক্রিকেট পরিবারও পাশে ছিল।


রমিজ রাজার এই মন্তব্যটিকে পিসিবি সহ অনেকেই অখুশি বলে খবর হয়েছেন। তার মন্তব্যে বিতর্ক ছড়িয়ে পড়ায় পিসিবি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। অধিনায়ক শান মাসুদও নাকি এমন প্রশ্নে অখুশি। 

 

গম্ভীরের পদত্যাগ দাবি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় পরবর্তী

গম্ভীরের পদত্যাগ দাবি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

কমেন্ট