অবশেষে ছাঁটাই টেন হাগ, অন্তর্বর্তীকালীন কোচ নিস্টলরয়
ওয়েস্ট হামের কাছে গতকাল হেরে এরিক টেন হাগ জানিয়েছিলেন, ভাগ্য তার সঙ্গে নেই। তবে আজ শুধু ভাগ্য নয়, তাকে পরিত্যাগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। এক বিবৃতি দিয়ে ডাচ কোচকে বরখাস্ত করেছে রেড ডেভিলসরা।
গত মৌসুম ধরেই বাজে পারফরম্যান্স করছিল ম্যানইউ।
তখন থেকেই টেন হাগের মাথায় চাকরি হারানোর শঙ্কা ছিল। যদিও শেষ পর্যন্ত টিকে যান তিনি। তবে এ মৌসুমের বাজে পারফরম্যান্সে সেই শঙ্কা আবারো উঁকি দেয়। শেষ পর্যন্ত আজ ৫৪ বছর বয়সী কোচকে পদই হারাতে হলো।
টেন হাগকে শুভেচ্ছা জানিয়ে ম্যানইউ লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ হারিয়েছে এরিক টেন হাগ। ২০২২ সালের এপ্রিলে এরিক দায়িত্ব নিয়েছিল। তার মেয়াদে সে ক্লাবকে ২০২৩ ক্যারাবাও কাপ ও ২০২৪ এফএ কাপ এনে দিয়েছে। সব কিছুর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।
তার জন্য শুভ কামনা রইল।’
২০২৫ সালের জুন পর্যন্ত টেন হাগের সঙ্গে চুক্তি হয়েছিল ম্যানইউর। সঙ্গে এক বছর বাড়ানোর সুযোগও ছিল। তবে নিয়মিত মেয়াদই শেষ করতে পারলেন না তিনি। তার অধীনে সব মিলিয়ে ১২৮ ম্যাচ খেলে জয় পেয়েছে ৭০টি।
আর ৩৫ হারের বিপরীতে ড্র ২৩টি। তার জায়গায় ক্লাবের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়কে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছে ম্যানইউ। টেন হাগের সহকারী ছিলে কাজ করেছেন তিনি।
কমেন্ট