শ্রম খাত সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, মার্কিন প্রতিনিধিদের প্রধান উপদেষ্টা
তিন সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে রানের পাহাড় প্রোটিয়াদের
চট্টগ্রাম টেস্টে রানের পাহাড় গড়তে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা তার আভাস প্রথম দিনই পাওয়া গিয়েছিল। আজ সেটাই বাস্তবে দেখা গেল। ৬ উইকেটে ৫৭৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা।
উইয়ান মুল্ডার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পরেই ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষেই মিরপুর টেস্টে পেয়েছিলেন ফিফটি। ৫৪ রানের সেই ইনিংসকে পেছনে ফেলে ব্যাটারদের স্বপ্নের তিন অঙ্ক স্পর্শ করলেন চট্টগ্রাম টেস্টে। তার আগে প্রথম সেঞ্চুরি পেয়েছেন টনি ডি জর্জিস (১৭৭) ও ত্রিস্তান স্টাবস (১০৬)।
মুল্ডার সেঞ্চুরি করার পথে সঙ্গী সেনুরান মুতুসামিকে নিয়ে ৭ম উইকেটে রেকর্ড গড়েছেন।
চট্টগ্রামে ৭ম বা তার নিচে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন দুজনে। অপরাজিত ১৪০ রানের জুটি গড়ে ছাড়িয়ে গেছেন বিজে ওয়াটলিং ও ট্রেন্ট বোল্টের করা আগের রেকর্ডকে। ২০১৩ সালে দশম উইকেটে ১২৭ রানের জুটি গড়েছিলেন দুই কিউই।
মুল্ডারের প্রথম সেঞ্চুরির দিনে প্রথম ফিফটি পেয়েছেন মুতুসামি।
শেষ পর্যন্ত সঙ্গীর সঙ্গে অপরাজিত থাকেন ৬৮ রানের ইনিংস খেলে। বাংলাদেশের হয়ে বোলিংয়ে লড়াই করেছেন শুধুই তাইজুল ইসলাম। টানা দ্বিতীয় টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ারে ১৪তম বারের মতো এই কীর্তি গড়েছেন তিনি। বাকি উইকেটটি নিয়েছেন পেসার নাহিদ রানা।
কমেন্ট