দেশ পরিচালনায় গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল: প্রধান উপদেষ্টার প্রেসসচিব
বর্ণবাদের বিরোধিতা করায় ব্যালন ডি’অর পাননি, দাবি ভিনিসিয়ুসের
বর্ণবাদের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই ব্যালন ডি’অর হাত ফসকে গেছে বলে দাবি করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। সোমবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে ব্যালন ডি’অর তুলে দেওয়া হয়।
ব্যালন ডি’অর মিস হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে ভিনিসিয়ুস জুনিয়র বলেছিলেন, ‘আমি এটা আরও ১০ বার করব। তারা এখনো প্রস্তুত নয়।’
এই মন্তব্য দিয়ে কী বুঝিয়েছেন ভিনিসিয়ুস, তা জানতে এই ফুটবলারের টিমের সঙ্গে যোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলেছেন, ভিনিসিয়ুস বর্ণবাদের বিরুদ্ধে তার প্রকাশ্য লড়াইয়ের কথা বুঝিয়েছেন। তারা মনে করছেন, এই কারণেই ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর দেওয়া হয়নি।
স্পেনে বেশ কয়েকবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। আর এই বিষয়টি নিয়ে বরাবরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
যদিও রয়টার্স ভিনিসিয়ুসের দাবির বিষয়ে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে কিনা জানা যায়নি। ভিনিসিয়ুসের ‘গুরুতর’ এই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ব্যালন ডি’অর প্রদানকারী ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
কমেন্ট