রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
নিচে নামলেই বদলি করব, শিষ্যদের হুমকি দিয়েছিলেন ফ্লিক
নিজের প্রথম ‘এল ক্ল্যাসিকোয়’ বাজিমাত করেছেন হ্যান্সি ফ্লিক। বার্সেলোনাকে হাইলাই ডিফেন্সিভ কৌশলে খেলে জয় এনে দিয়েছেন তিনি। এই কৌশলে খেলতে সেদিন শিষ্যদের নাকি হুমকিও দিয়েছিলেন জার্মান কোচ।
কোনো খেলোয়াড় (ডিফেন্ডার) হাইলাইন ডিফেন্সিভের বিপরীতে গিয়ে এক মিটার নিচে নামলেই তাকে বদলি করার হুমকি দেন ফ্লিক।
সান্তিয়াগো বার্নাব্যুতে বিরতির সময় এমন হুমকিই নাকি দিয়েছিলেন বার্সেলোনার নতুন কোচ। নিজেদের প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছেন মুন্দো দেপোর্তিভো।
সংবাদমাধ্যমটি ফ্লিককে উদ্ধৃত করে লিখেছে, ‘যেই এক মিটার নিচে নামবে তাকেই বদলি করব আমি।’ প্রতিপক্ষের খেলোয়াড়দের অফসাইডের ফাঁদে ফেলানোই যে মূল উদ্দেশ্য ছিল সেটা এখন আর না বললেও চলে।
কারণ নিজেদের মাঠে বিধ্বস্ত হওয়ার ম্যাচে ‘এল ক্ল্যাসিকোর’ ইতিহাসে সর্বোচ্চ ১২ বার অফসাইড হয়েছিল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা।
এর মধ্যে প্রথমবারের মতো ‘এল ক্ল্যাসিকো’ খেলতে নামা কিলিয়ান এমবাপ্পেই আটবার হয়েছিলেন অফসাইড। ফ্লিকের এই কৌশলে পরে ৪-০ গোলের জয় পায় বার্সেলোনা। অথচ কাতালানরা সর্বশেষ মৌসুমের চার মহারণের প্রতিটিতেই হেরেছিল।
কমেন্ট