অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত, দাবি শ্রীকান্তর
ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়স তেমনি ইঙ্গিত দিচ্ছে। সময়ের ডাকে সাড়া দিয়ে তাই ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েই অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক।
মনোযোগ দিয়েছেন টেস্ট ও ওয়ানডে সংস্করণে।
তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার ম্যাচে একদম রোহিতের পারফরম্যান্স ছিল একদম বাজে। তিন টেস্টে মোটে করেছেন ৯১ রান। শুধু কিউইদের বিপক্ষেই নয় ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও পারফর্ম করতে পারেননি তিনি। তাই টেস্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের সিরিজে পারফর্ম করতে না পারলে নিজ থেকেই অবসর নিতে পারেন বলে এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ২২ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ওপেনার বলেছেন, ‘আপনাকে আগেই ভেবে রাখতে হবে। যদি রোহিত শর্মা ভালো করতে না পারে আমার মনে হয়, সে নিজেই টেস্ট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে।
টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বাজে সময় কেটেছে বিরাট কোহলিরও। সিরিজে করেছেন ৯৩ রান। তবে তার টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনি মন্তব্য করতে রাজি নন শ্রীকান্ত।
তার মতে, অস্ট্রেলিয়ায় কোহলি রানে ফিরবেন এবং তার হাতে এখনও (অবসর) যথেষ্ট সময় আছে। তিনি বলেছেন, ‘আমার মতে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় (রানে ফেরা) শুরু করবে। অস্ট্রেলিয়াই তার শক্তির জায়গা। কোহলিকে নিয়ে এখনই এসব (টেস্ট ছাড়া) বলা একটু আগেভাগেই হয়ে যায়। আমি এটা মেনে নেব না। বিরাট কোহলির যথেষ্ট সময় আছে।’
কমেন্ট