বর্ডার-গাভাস্কার ট্রফিতে পন্টিংয়ের বাজি অজিদের পক্ষে

বর্ডার-গাভাস্কার ট্রফিতে পন্টিংয়ের বাজি অজিদের পক্ষে

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে বর্ডার-গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে ভালো ভাবেই প্রস্তুতি নিচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। কারণ সিরিজের ফলের উপর অনেকাংশে নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা যাবে। 

আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ দুইটি স্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ধরাশায়ী হওয়ার পর দুইয়ে নেমে গেছে রোহিত শর্মার দল। তাই জমে উঠেছে লড়াই। তবে পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী অস্ট্রেলিয়ার পক্ষে। 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ্য গত আগস্টেই বলেছিলেন, অস্ট্রেলিয়ার জয়ের পক্ষে তিনি।

তার ভবিষ্যদ্বাণী ছিল ৩-১ ব্যবধানে জিতবে অজিরা। এখনও সেই ভবিষ্যদ্বাণীতেই রয়েছেন পন্টিং। বরং ভারতের সাম্প্রতিক হোয়াইটওয়াশের ফলে নিজের অবস্থান আরও পোক্ত হয়েছে পন্টিংয়ের।
পন্টিং ভারত মোহাম্মদ শামির দলে না থাকাকে অস্ট্রেলিয়ার জন্য সুবিধা বলে মানছেন।

সিরিজের আগে পুরোপুরি ফিট না হওয়ায় এই পেসারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিমান ধরবে ভারত দল। 
পন্টিং আরও বলেছেন, ‘আমার মনে হয়, ভারত পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে কোথাও একটি টেস্ট জিতবে৷ আমি মনে করি, অস্ট্রেলিয়া হয়তো একটু বেশি গোছানো দল, কিছুটা বেশি অভিজ্ঞ এবং আমরা জানি, ঘরের মাঠে তাদের হারানো খুব কঠিন৷ তাই আমি ৩-১ এই থাকব।’

 

মোস্তাফিজ ও তাসকিনের বোলিংয়ে কাঁপছে আফগানরা পরবর্তী

মোস্তাফিজ ও তাসকিনের বোলিংয়ে কাঁপছে আফগানরা

কমেন্ট