পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিচ্ছে আইসিসি!

পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিচ্ছে আইসিসি!

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আসর নিয়ে বেশ ঝামেলাতেই পড়ে গেছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানকে আইসিসি ঠিক করলেও, সেখানে খেলতে যেতে রাজি নয় ভারত। যা এরই মধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। 

এই অবস্থায় তাদের দাবি, আসর হাইব্রিড মডেলে করা। যাতে করে নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে পারে ভারত। এ প্রস্তাবে আবার রাজি নয় পাকিস্তান। পিসিবির কথা, হাইব্রিড মডেলে হবে না চ্যাম্পিয়নস ট্রফি। বাকি সাত দলের মতো ভারতকেও পাকিস্তানে এসেই খেলতে হবে।

পাকিস্তানের এমন হুঙ্কারের পর কঠিন প্রস্তাব দিয়েছে আইসিসি। ভারতের প্রস্তাব মেনে হাইব্রিড মেডেলে চ্যাম্পিয়নস ট্রফির আসর আয়োজন করতে বলা হয়েছে তাদের। নয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসরটিই সরিয়ে নেওয়া হতে পারে বলে, ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করলে, টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় সমঝোতা হিসেবে পাকিস্তানকে এ প্রস্তাব দিয়েছে আইসিসি।

কেননা, এতে টুর্নামেন্টের বেশিরভাগের আয়োজক হবে পাকিস্তান। কেবল ভারতের ম্যাচগুলোই সংযুক্ত আরব আমিরাতে যাবে। এক্ষেত্রে ভারত ফাইনালে উঠলে ফাইনালটি ম্যাচ হবে দুবাইয়ে। যদিও সেটি চায় না পাকিস্তান। এ ব্যাপারে ভারতকে কঠিন হুঁশিয়ারিও দিয়েছে তারা। বলেছে বিষয়টি আইসিসি ঠিক না করলে আগামীতে কখনোই ভারতের বিপক্ষে খেলবে না তারা। আর তাতে করে ক্ষতি হবে আইসিসিরও। কেননা, ভারত-পাকিস্তান ম্যাচের প্রভাব আছে বিশ্ব জুড়েই।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ পরবর্তী

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কমেন্ট