আফগানদের কাছে হেরে আইসিসির কাছেও দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে আইসিসির কাছেও দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ

শুধু ওয়ানডে সিরিজেই হারেনি বাংলাদেশ, আফগানিস্তানের কাছে আরেক জায়গায়ও হার মেনেছে। আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় আইসিসি র‌্যাংকিংয়েও অবনতি হয়েছে বাংলাদেশের।

বাংলাদেশের জায়গাটাই এখন আফগানদের দখলে। শারজায় সিরিজ শেষেই র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি।

তাতে দেখা যায় ৮ থেকে ৯ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে সিরিজ জয়ের ফল ভোগ করছে আফগানিস্তান। তারা ৯ থেকে ৮ নম্বরে উঠে এসেছে।

শারজায় দ্বিপক্ষীয় সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬।

সিরিজ হারায় আফগানিস্তানের মতো বাংলাদেশর পয়েন্টও এখন সমান ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে রশিদ খান-মোহাম্মদ নবিদের পেছনে পড়েছে নাজমুল হোসেন শান্ত-তাসকিনরা।
বাংলাদেশের অবনতি হলেও আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষ সাতে কোনো পরিবর্তন নেই। ১১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।

রোহিত শর্মার দলের পরেই আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিচ্ছে আইসিসি! পরবর্তী

পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিচ্ছে আইসিসি!

কমেন্ট