১৭ ডিসেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
ইতালিকে শক্তি দেখাল ফ্রান্স, ইসরাইল চমকের রাতে হালান্ড ঝড়
উয়েফা নেশন্স লিগে আগের ম্যাচে নিজেদের মাঠেও খর্ব শক্তির ইসরাইলকে হারাতে পারেনি ফ্রান্স। যা নিয়ে হচ্ছিল সমালোচনা। সেই সমালোচনার জবাবটা এবার দিয়েছে দলটি। ইতালির বিপক্ষে নিজেদের শক্তি দেখিয়ে ফ্রান্স জয় তুলেছে ৩-১ গোলে। এমন রাতে বেলজিয়ামকে হারিয়ে চমক দেখিয়েছে ইসরাইল। অন্যদিকে আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারানোর রাতে নরওয়ের হয়ে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড।
ইতালিকে শক্তি দেখাল ফ্রান্স
সমালোচনার জবাবটা এবার দিয়েছে ফ্রান্স। ইতালিকে তাদের মাটিতে হারিয়েছে ৩-১ গোলে। আর তাতে নেশন্স লিগে গ্রুপ ২-তে ইতালিকে টপকে শীর্ষে উঠে এসেছে ২০১৮ বিশ্বকাপজয়ীরা। ৬ ম্যাচ শেষে ইতালির সমান ১৩ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ফ্রান্স।
বেলজিয়ামকে চমকে দিয়ে ইসরাইলের জয়
এক সময় বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল বেলজিয়াম এখন ধুঁকছে। নামেভারে সহজ প্রতিপক্ষ ইসরাইলের বিপক্ষেও হেরে বসেছে দলটি। পুরো ম্যাচে বল দখলে আধিপত্য বিস্তার করেও শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বেলজিয়ামকে। ৮৬ মিনিটে ইয়ারদেন সুহার একমাত্র গোলে ইসরাইল জয় নিয়ে মাঠ ছাড়ে। এ নিয়ে টানা ৫ ম্যাচ জিততে ব্যর্থ হলো ইউরোপের শক্তিশালী এ দলটি।
হ্যাটট্রিক করে নরওয়েকে জেতালেন হালান্ড
হ্যাটট্রিক করাকে রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন হালান্ড। প্রায় নিয়মিতই ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে হ্যাটট্রিক করছেন এই ফুটবলার। আর এবার হ্যাটট্রিক করলেন নিজ দেশের জার্সিতে। আর তাতে বিধ্বস্ত হয়েছে প্রতিপক্ষ। হালান্ড ঝড়ে আয়ারল্যান্ড হেরেছে ৫-০ গোলে। এ জয়ে লিগ ‘বি’–এর গ্রুপ ৩–এ শীর্ষেই থাকল নরওয়ে। পাশাপাশি এ জয়ে লিগ ‘এ’তেও উঠে এসেছে নরওয়ের।
কমেন্ট