‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত না এলে ৮৪৪ কোটি রুপি লোকসান হবে’

‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত না এলে ৮৪৪ কোটি রুপি লোকসান হবে’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও শুরু থেকেই পাকিস্তানে ভারতের ভ্রমণ পরিকল্পনা নিয়ে সন্দেহ ছিল। এরইমধ্যে ভারত স্পষ্ট করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না।  

কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হাইব্রিড মডেলের প্রস্তাব করে, যেখানে ভারত ম্যাচ দুবাইতে খেলবে।কিন্তু পাকিস্তান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে।  বলা যায়, বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উভয়ই এই মুহুর্তে তাদের অবস্থানে অনড়।

এদিকে পাকিস্তারনের কিংবদন্তি পেসার শোয়েব আখতার পিসিবি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সতর্ক করে বলেছেন, ভারত ছাড়া টুর্নামেন্ট হলে ১০০ মিলিয়ন ডলার (প্রায় ৮৪৪ কোটি রুপি) হারাতে হবে।

পাকিস্তানের এক চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘পাকিস্তান যদি ভারতকে আমাদের দেশে বা একটি নিরপেক্ষ ভেন্যুতে আনতে না পারে, তাহলে দুটি জিনিস ঘটবে। প্রথমত, আইসিসি এবং আয়োজক দেশ যে স্পনসরশিপ পাবে তা থেকে আমরা প্রায় ১০০ মিলিয়ন ডলার হারাব’।  


‘দ্বিতীয়ত, এটি অনেক ভালো হবে। যদি ভারত পাকিস্তানে আসে, লাহোরে খেলে এবং জিতুক বা হারুক, পরিস্থিতি যাই হোক না কেন’।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অংশগ্রহণের অনিশ্চয়তার মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।  

দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দলকে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার জাতীয় ফেডারেশন জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তানে ভ্রমণের অনুমতি প্রত্যাখ্যান করেছে সরকার।

২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের বুধবার ওয়াঘা সীমান্ত অতিক্রম করার কথা ছিল। কিন্তু এখনো সে অনুমতি মেলেনি তাদের। মূলত এই দৃষ্টিপ্রতিবন্ধীদের এই দলকে পাকিস্তানে পাঠালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানোর জন্য ভারতের জন্য চাপ বাড়বে। তাই আগেভাগে কৌশলী পদক্ষেপ নিলো ভারত সরকার।

পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া, শেষ মুহূর্তে স্পেনের জয়
পরবর্তী

পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া, শেষ মুহূর্তে স্পেনের জয়

কমেন্ট