বার্সেলোনার আমন্ত্রণে আবারও বার্সেলোনায় ফিরছেন মেসি!

বার্সেলোনার আমন্ত্রণে আবারও বার্সেলোনায় ফিরছেন মেসি!

বার্সেলোনায় ফিরছেন মেসি! খবরটা পিলে চমকানোর মতোই। তবে মোটেই গুঞ্জন বা অসত্য নয়। বার্সেলোনা ছেড়ে যাওয়ার তিন বছর পর আবারও সাবেক ক্লাবে ফিরছেন আর্জেন্টাইন তারকা। এবার ভূমিকাটা ভিন্ন। মেসি বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে।


স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়া জানিয়েছে, বার্সেলোনা ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। চলতি বছরের ২৯ নভেম্বর হবে বর্ষপূর্তির অনুষ্ঠানটি।

এই অনুষ্ঠানে মেসি শুধু আমন্ত্রিত অতিথিই নন, তার কাঁধে বর্তেছে দায়িত্বও। মেসি এই আয়োজনে সক্রিয় দায়িত্ব পালন করবেন এবং বর্ষপূর্তি উদযাপনের অন্যতম অংশও বটে। এই আয়োজনটি হবে বার্সেলোনার বিখ্যাত থিয়েটার গ্রান তেত্রে দেল লিসিউতে।

বার্সেলোনার এই অনুষ্ঠানে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারবেন মেসি। কারণ, চলতি বছরে জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে তার আর কোনো খেলা নেই। অফুরন্ত সময় তার হাতে। কদিন অবকাশ যাপনের সুযোগও পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক অফিসিয়ালি শেষ হয় ২০১৯ সালে। অর্থনৈতিক সংকটের জেরে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয় স্প্যানিশ ক্লাবটি। ফলে ভেঙে যায় দুই দশকের সম্পর্ক। চোখের পানিতে বার্সাকে বিদায় জানিয়ে মেসি চলে যান প্যারিসের ক্লাব পিএসজিতে।

বার্সা ছাড়ার সময় অবশ্য আবারও ক্লাবটিতে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে রাখেন মেসি। ২০২৩ সালে জোর গুঞ্জনও শোনা গিয়েছিলে। তবে পূর্ণতা পায়নি। অবশেষে শৈশবের ক্লাবে ফিরতে যাচ্ছেন মেসি। তাও বিশেষ এক মুহূর্তে। এ যেন মেসির জীবনে আরেক মাইলফলক।

অ্যান্টিগা টেস্টের দল ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী

অ্যান্টিগা টেস্টের দল ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

কমেন্ট