আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন
এবার ভিনিসিয়ুসকে হারাল রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ আগেই ‘হাসপাতালে’ পরিণত হয়েছে। নিয়মিত একাদশের ৬ জন ফুটবলার চোটে পড়ায়। এতটাই কঠিন সময় পার করছে তারা মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে পর্যন্ত ডিফেন্সে খেলানো হচ্ছে। গতকাল লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ডান দিকের রক্ষণভাগ সামলিয়েছেন উরুগুয়ের তারকা।
লা লিগার সেই ম্যাচেই আবার ব্যথা পেয়ে চোটের মিছিল দীর্ঘ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ডেভিড আলবা, দানি কারভাহাল, এদার মিলিতো, রদ্রিগো, লুকাস ভাসকেজ ও অঁরিলিয়ে চুয়ামানির সঙ্গী হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়ালা।
অথচ গতকাল পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি।
নিজেদের বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘আজ রিয়ালের মেডিক্যাল সার্ভিসের পরীক্ষায় আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। তার উন্নতি পর্যবেক্ষণ করা হবে।’
ভিনির চোট নিশ্চিতভাবেই রিয়ালের জন্য বড় ধাক্কার।
কেননা চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচ অপেক্ষা করছে তাদের সামনে। আগামী ২৭ নভেম্বর রাতে লিভারপুলের মাঠে আতিথেয়তা নেবে তারা। সঙ্গে লা লিগার ৩ থেকে ৪ ম্যাচ মিস করবেন তিনি। ২৪ বছর বয়সী তারকার দুর্দান্ত ছন্দটা নিশ্চিতভাবেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের পোড়াবে। এখন পর্যন্ত সবমিলিয়ে ১৮ ম্যাচে ১২ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
কমেন্ট