জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালাস খালেদা জিয়া, ৭ বছরের সাজা বাতিল
৩ গোলে এগিয়ে গিয়েও হতাশার ড্র করল ম্যানসিটি
চ্যাম্পিয়নস লিগে শুরুতে তিন গোলে এগিয়ে থেকে যখন জয়ের অপেক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি তখনই সব স্তব্ধ করে দিয়ে ১৪ মিনিটে তিন গোল হজম করে পয়েন্ট হারাল সিটিজেনরা। হতাশার ড্র করে মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলকে।
সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-৩ সমতায় শেষ হয়েছে ম্যানচেস্টার সিটি ও ফেইনর্ড ম্যাচটি। আর্লিং হালান্ডের জোড়া গোল ও ইল্কাই গুন্দোয়ানের গোলের পর তিন গোল হজম করেছে সিটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারের পর ঘরের মাঠে এদিন পজিশন রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখায় পেপ গার্দিওলার শীষ্যরা। ৪৪তম মিনিটে হালান্ডের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন গুন্দোয়ান। এর তিন মিনিট পর হালান্ড নিজের দ্বিতীয় দলের তৃতীয় গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় সিটিজেনরা।
তিন গোলে এগিয়ে থেকে সিটির জয়ের সম্ভাবনা যখন জোরালো হচ্ছিল, ঠিক তখনই ১৪ মিনিটের ব্যবধানে সব হিসেব-নিকাশ বদলে দেয় ফেইনর্ড। ৭৫তম মিনিটে আনিস হেজ মুসার গোল দিয়ে শুরু, শেষ হয় ৮৯ মিনিটে দাভিদ হানচকোর গোল দিয়ে। মাঝখানে ৮২ মিনিটে গোল করেন সান্তিয়াগো গিমেনেস।
এ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনর্ড।
কমেন্ট