জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালাস খালেদা জিয়া, ৭ বছরের সাজা বাতিল
আইপিএলের কোন দলের দামি খেলোয়াড় কে
সৌদি আরবের জেদ্দায় ২৪-২৫ নভেম্বর হয়ে গেল আইপিএলের মেগা নিলাম। এবারের আইপিএলে মোট বিক্রি হয়েছেন বিশ্বের ১৮২ জন খেলোয়াড়, যাদের কিনতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। সবচেয়ে বেশি দাম উঠেছে ভারতের উইকেটরক্ষকর ব্যাটার ঋষভ পন্তের। এবার দেখা যাক কোন দলের সবচেয়ে দামি খেলোয়াড় কে?
লখনউ সুপার জায়ান্ট: এবারের আইপিএলে ঋষভ পন্ত সবথেকে দামি খেলোয়াড়।
পন্ত শুধু লখনউর নয়, এবারের আইপিএলেরও সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। এই উইকেটরক্ষককে দলে নিতে লখনউর খরচ হয়েছে ২৭ কোটি রুপি।
মুম্বাই ইন্ডিয়ানস: মুম্বাইয়ের সবথেকে দামি খেলোয়াড় যশপ্রীত বুমরাহ। তাকে দলে নিতে আইপিএলের সবচেয়ে সফলতম ( চেন্নাইয়ের সমান ৫বার চ্যাম্পিয়ন) দলটির খরচ হয়েছে ১৮ কোটি রুপি।
অবশ্য দলটি নিলাম থেকে তাকে কেনেনি। রিটেইন খেলোয়াড় হিসেবে তাকে দলে রেখেছে মুম্বাই।
সানরাইজার্স হায়দরাবাদ: এবারের আইপিএলে হায়দরাবাদের দামি ক্রিকেটটার দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তাকে ধরে রাখতে দলটির খরচ হয়েছে ২৩ কোট রুপি।
ক্লাসেন এবারের আইপিএলে বিদেশিদের মধ্যে সবথেকে দামি খেলোয়াড়ও।
গুজরাট টাইটানস: গুজরাটের হয়ে এবারও মাঠ মাতাবেন আফগান লেগ স্পিনার রশিদ। তাকে রিটেইন করতে দলটির খরচ হয়েছে ১৮ কোটি রুপি। রশিদ খান গুজরাটের সবচেয়ে দামি খেলোয়াড়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: এবারও আইপিএলে বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন বিরাট কোহলি।
তাকে রিটেইন করতে দলটির খরচ ২১ কোটি রুপি।
কলকাতা নাইট রাইডার্স: আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তাদের এবারের স্কোয়াডের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ চ্যাম্পিয়ন দলেরই সদস্য। দলটি এবারের আসরের জন্য তাকে রিটেইন না করলেও নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে।
দিল্লি ক্যাপিটালস: দিল্লির সবচেয়ে দামি খেলোয়াড় অক্ষর প্যাটেল। দলটি তাকে রিটেইন করেছে। তাকে পেতে দিল্লির গুনতে হয়েছে ১৬ কোটি ৫০ লাখ রুপি।
পাঞ্জাব কিংস: এবারের আইপিএলের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে শ্রেয়াস আইয়ারের। গেল বার কলকাতাকে চ্যাম্পিয়ন করা এই খেলোয়াড়কে পাঞ্জাব দলে নিয়েছে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে।
রাজস্থান রয়্যালস: রাজস্থানের সবচেয়ে দামি খেলোয়াড় সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। দুজনকেই অবশ্য রিটেইন করেছে ক্লাবটি। তাদেরকে পেতে সমান ১৮ কোটি করে খরচ করতে হয়েছে রাজস্থানকে।
চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়কোয়াড়কে এবারের নিলামের আগে রিটেইন করেছে চেন্নাই। চেন্নাইয়ের সবচেয়ে দামি খেলোয়াড়ও এই দুজন। তাদের পেতে চেন্নাইয়ের খরচ হয়েছে ১৮ কোটি রুপি করে।
কমেন্ট