চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য আগামীকাল, তার আগেই হুঁশিয়ারি নাকভির

চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য আগামীকাল, তার আগেই হুঁশিয়ারি নাকভির

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে ভারত খেলতে অস্বীকৃতি জানানোয় বিষয়টি নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ফলে আইসিসির ইভেন্টটির ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জটিলতাও। এ নিয়ে আইসিসি ২৯ নভেম্বর একটি ভার্চুয়াল সভা ডেকেছে।


সেখানেই নির্ধারিত হওয়ার কথা রয়েছে বৈশ্বিক এই আসরের ভাগ্য।
শুক্রবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি চূড়ান্ত করতে আইসিসির বৈঠক। সেখানে পাকিস্তানকে বড় অঙ্কের অর্থ দিয়ে সমাধানের ভাবনা আইসিসির। শোনা যাচ্ছে, হাইব্রিড মডেলে রাজি করাতে পাকিস্তানকে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হতে পারে।


ভারতীয় গণমাধ্যমে খবর আসছে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে, তবে পাকিস্তানি মিডিয়া অস্বীকার করছে সেই তথ্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে নারাজ। এদিকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও চিন্তায় আইসিসি কর্তারা। সব মিলিয়ে পরিস্থিতি খুব টালমাটাল।


তবে আইসিসি সভার আগে এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি নাকভি বলেন, “আমরা ভারতে গিয়ে খেলব এবং তারা এখানে (পাকিস্তানের মাঠে) এসে খেলবে না। যা হবে সব সমতার ভিত্তিতে হবে। আমরা আইসিসিকে খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে কী হবে, সেটা আপনাদের জানাচ্ছি।”

২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না।


তবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারত সফরে গিয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। এমন সময়ে যাতে কোনো ভুল সিদ্ধান্ত না আসে, সেটা জানিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে নাকভি আরও বলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমি প্রতিজ্ঞা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, আমরা সেটাই করব। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমার দলও তাদের সঙ্গে নিয়মিত কথা বলছে।” 

উল্লেখ্য, ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনও প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ শুরু করেছে পিসিবি। বিপুল বিনিয়োগ করেছে তারা। ২০২১ সালে পাকিস্তানকে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দিয়েছিল আইসিসি। এই প্রতিযোগিতায় ভারত দল না পাঠালে, ভবিষ্যতে ভারতেও কোনো প্রতিযোগিতায় দল না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে পিসিবি। সব মিলিয়ে জটিল সমস্যার সমাধান করতে হবে আইসিসি কর্তাদেরই।

টেস্টে বুমরাহ, ওয়ানডেতে আফ্রিদিকে টপকে শীর্ষে রশিদ পরবর্তী

টেস্টে বুমরাহ, ওয়ানডেতে আফ্রিদিকে টপকে শীর্ষে রশিদ

কমেন্ট