দ. আফ্রিকা সিরিজে ফখর ইমাম কি দলে ফিরছেন?

দ. আফ্রিকা সিরিজে ফখর ইমাম কি দলে ফিরছেন?

পাকিস্তান ক্রিকেট দল এখন অবস্থান করছে জিম্বাবুয়েতে। প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এখন টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার অপেক্ষায় দলটি। এর পরপরই দক্ষিণ আফ্রিকা সিরিজে রওনা হবে পাকিস্তান দল। যেই সিরিজের স্কোয়াডে আসতে পারে বড় পরিবর্তন।

 

দক্ষিণ আফ্রিকা সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও দুটি টেস্ট খেলবে পাকিস্তান। যে সিরিজ চলবে ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। তবে সামনে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজটি। ধারণা করা হচ্ছে, অনেকটা চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডই হবে এটা। এরপর আর খুব বেশি পরিবর্তন আসবে না এই স্কোয়াডে।

তাই জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও দক্ষিণ আফ্রিকায় ফিরবেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহরা। এর বাইরে দলে সুযোগ দেওয়া হতে পারে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ফখর জামানকে।

অন্যদিকে টেস্টে ফিরতে পারেন ইমাম-উল-হক। তাছাড়া টেস্টে ইতিবাচক ফল পেতে দক্ষিণ আফ্রিকায় বিশেষ ক্যাম্প করার কথাও ভাবছে দলটি। তবে টি-টোয়েন্টিতে সুযোগ পাবেন নতুনরা। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের এই ফরম্যাটে সুযোগ দেওয়ার পক্ষে দলটির নতুন কোচ আকিব জাভেদ। ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরই ঘোষণা করা হবে পাকিস্তানের স্কোয়াড।

 

লংকানদের ৪২ রানে অলআউটের দিনে জয়সুরিয়ার রেকর্ড পরবর্তী

লংকানদের ৪২ রানে অলআউটের দিনে জয়সুরিয়ার রেকর্ড

কমেন্ট