বিসিএস পরীক্ষাসহ সব সরকারি চাকরির পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা
আয়ারল্যান্ডকে ধবলধোলাই করল বাংলাদেশের মেয়েরা
আয়ারল্যান্ডকে ধবলধোলাই করার কথা জানিয়েছিলেন মারুফা আক্তার। মিরপুরে আজ বাংলাদেশের মেয়েরা তা-ই করেছে। তবে ধবলধোলাইয়ের ম্যাচে সতীর্থদের সঙ্গে মাঠে ছিলেন না বাংলাদেশি পেসার।
মিরপুরে মারুফাকে ছাড়া খেলতে নেমে ধবলধোলাইয়ের ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
বল বাকি ছিল ৭৫টি। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। রেকর্ড ১৪৩ রানের জুটি গড়েন তারা। আগের যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি ছিল ১২৭ রানের।
২০১৭ সালের জুটিতেও ছিলেন সুপ্তা। সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কক্সবাজারে তৃতীয় উইকেটে জুটি গড়তে তাকে সঙ্গ দিয়েছিলেন ছিলেন রুমানা আহমেদ।
33
ম্যাচ জয়ের পর সতীর্থ মোস্তারির সঙ্গে হাসিমুখে অধিনায়ক জ্যোতি। ছবি : কালের কণ্ঠ, মিরপুর থেকে
আজ রেকর্ড জুটি গড়ার পথে দুজনে ফিফটিও তুলে নিয়েছেন পিংকি-সুপ্তা।
তবে দুজনের কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। পিংকির ৬১ রানের বিপরীতে ৭২ রানে আউট হন সুপ্তা। জয়ের বাকি কাজ সারেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১৮*) ও শবনম মোস্তারি (৭*)। প্রতিপক্ষকে ধবলধোলাই করে আরো একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। দলের দ্বিতীয় হলেও প্রথমবারের মতো ঘরের মাঠে কোনো প্রতিপক্ষকে ধবলধোলাই করেছেন জ্যোতিরা।
এর আগে সমান তিন ম্যাচের সিরিজে ২০২১ সালে জিম্বাবুয়েকে তাদের মাঠেই ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজ জেতায় বিশ্বকাপে সরাসরি খেলার পথটা আরেকটু সহজ হয়েছে বাংলাদেশের।
55
অধিনায়ক জ্যোতি (মাঝে) দুই হাত দুই দিকে ছড়িয়ে দেখিয়ে দিচ্ছেন ম্যাচসেরা শারমিন আক্তার সুপ্তা (বাঁয়ে) ও সিরিজসেরা ফারজানা হক পিংকিকে। ছবি : কালের কণ্ঠ, মিরপুর থেকে
এই সিরিজেই প্রথম দুই ম্যাচেও বেশ কিছু রেকর্ড গড়েছিল বাংলাদেশ। যেমন নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয় (১৫৪) ও দলীয় সর্বোচ্চ রানের (২৫২) রেকর্ড। বাংলাদেশের এমন রেকর্ডময় সিরিজটা নিজের করে নিয়েছেন পিংকি। টানা তিন ম্যাচেই ফিফটি করেছেন তিনি। সবমিলিয়ে ১৭২ রান (৬১, ৫০ ও ৬১) করার স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। অন্যদিকে কম যাননি সুপ্তাও। প্রথম (৯৬) ও শেষ (৭২) ম্যাচের ফিফটির বিপরীতে দ্বিতীয়টিতে করেন ৪৩ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক গাবি লেউইস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন।
কমেন্ট