ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে: নিক্কেই এশিয়াকে ড. ইউনূস
দুইশোর ওপর লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ
জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে ২১১ রানের লিড নিয়ে শক্ত অবস্থানে আছে টাইগাররা।
১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তবে ক্রিসে আসা শাহদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম।
৪৭ রানের জুটি গড়েন সাদমান ও দিপু। তবে ২৮ বলে ২৮ রান করে আউট হন দিপু। এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। ৭০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
দলীয় ১১৭ রানে ৮২ বলে ৪৬ রান করে আউট হন সাদমান। তার বিদায়ের পর পরই ৪২ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ। এতে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর লিটন দাস ও জাকের আলি মিলে চাপ সামাল দেন। ৪১ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৭৩ রানে ৩৪ বলে ২৫ রান করে আউট হন লিটন।
লিটনের বিদায়ের পর ক্রিজে আসা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন জাকের। তাইজুল ২২ বলে ৯ ও জাকের ৪৯ বলে ২৯ রানে অপরাজিত আছেন।
কমেন্ট