বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশর পুঁজিটা যুতসই হয়নি। বাংলাদেশের নারীদের দেওয়া ১২৪ রানের লক্ষ্য তবুও কঠিন হয়ে দাঁড়িয়েছিল আইরিশদের জন্য। শেষ ওভারে ম্যাচ জিততে ১৫ রান করতে হতো সফরকারীদের। সেই কঠিন কাজটাও অতি সহজে করে ফেলেছে আইরিশরা।

১ বল বাকি থাকতে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। বাংলাদেশকে হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। আর তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

সিলেটে বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচানোর দায়িত্বটা বর্তে ছিল স্বর্ণা আক্তারের কাঁধে। ২০তম ওভারের প্রথম বলে আর্লেনা কেলিকে ফিরিয়ে সেই স্বপ্ন আরও বাস্তবে রূপ দিয়েছিলেন তিনি। তবে এরপরপরই সব উলট পালট।

বাংলাদেশের নাকের ঢগা থেকে ম্যাচটা কেড়ে নেয় ডেলানি। দ্বিতীয় বলে ডাবল নেওয়ার পর পরের তিন বলে তিনটি চার হাঁকিয়েছেন তিনি। আর তাতেই লেখা হয়ে যায় বাংলাদেশের হার। ১ বল আগেই ম্যাচ জিতে যায় আয়ারল্যান্ড। আইরিশদের জয়ের অন্যতম নায়ক লউরা ডেলানি। ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি।


এর আগে, হোয়াইটওয়াশ এড়াতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১৩ ওভারে ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০০ রান তুলেছিল বাংলাদেশ। স্বপ্ন দেখছিল দারুণ কিছুর। কিন্তু এরপরপরই ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ১২৩ রানে।

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা পরবর্তী

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা

কমেন্ট