এগিয়ে যাওয়ার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত

এগিয়ে যাওয়ার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত

পার্থ টেস্ট হারের পর ক্যানবেরায় দারুণ জয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়ে ঐতিহ্যের গ্যাবায় ক্রিকেটের শেষের শুরু হচ্ছে। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলে বলছেন, ‘কুইন্সল্যান্ড ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গ্যাবার।

তবে এবার চেনা গ্যাবার গল্প শেষ হতে চলেছে।’
২০৩২ অলিম্পিকের আয়োজক হয়েছে ব্রিসবেন। এ জন্য আয়োজকরা মূল স্টেডিয়াম হিসেবে ৪২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন গ্যাবাকেই বেছে নিয়েছেন। স্টেডিয়ামটিকে আধুনিকীকরণের সঙ্গে আসনসংখ্যা বাড়ানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ড ক্রিকেট সংস্থাকে দেশটির অলিম্পিক সংস্থার হাতে গ্যাবা স্টেডিয়ামের দায়িত্ব তুলে দিতে হচ্ছে।

এরই মধ্যে নতুন মাঠ বাছাইও শুরু করে দিয়েছে স্থানীয় ক্রীড়া সংস্থা। সেই মাঠে ক্রিকেটের পাশাপাশি ফুটবল ম্যাচও হবে। অর্থাৎ গাব্যায় আগামীকালই নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামছে ভারত। অবশ্য ক্রিকইনফো তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে বহু ইতিহাসের সাক্ষী হয়ে থাকা গ্যাবায় আরো একটি ম্যাচ খেলতে চায় অস্ট্রেলিয়া।

আগামী বছর অ্যাশেজের একটি ম্যাচ দিয়েই এই স্টেডিয়ামে ক্রিকেটের ইতি ঘটবে। এমনকি ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট থাকলেও এই মাঠে কোনো খেলা হবে না। শুধু ইতিহাসের পাতায় জায়গা করে নেবে গ্যাবার ক্রিকেট!

জুভেন্টাসের কাছে হেরে প্লে-অফ স্বপ্ন হুমকিতে সিটির পরবর্তী

জুভেন্টাসের কাছে হেরে প্লে-অফ স্বপ্ন হুমকিতে সিটির

কমেন্ট